Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলপুরে ধান বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার আহত

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৩:১১ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ধান বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে চালক-হেলপার আহত হয়েছে। রবিবার রাত ১০টার দিকে আমুয়াকান্দা টু রামভদ্রপুর পাকা সড়কের পয়ারী চৌধুরী বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নকলার চন্দ্রকোণা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম রামভদ্রপুর বাজার থেকে ধান কিনে নেত্রকোনায় একটি রাইস মিলে পাঠাচ্ছিলেন।পরে পথে পয়ারী চৌধুরী বাড়ির সামনে এসে সড়ক ভাঙা থাকার কারণে ট্রাকটি ধানসহ পুকুরে উল্টে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার আহত হন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, পাকা সড়কের দুই পাশেই পাড় না রেখে পুকুর খনন করায় প্রায়ই এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, আমরা কয়েকবার ইস্টিমেট পাঠিয়েছি। কিন্তু কাজ হয়নি। আবারও ইস্টিমেট রেডি করতেছি, পাঠাবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক

৩ ফেব্রুয়ারি, ২০২২
৯ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ