বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবৈধভাবে পাচারকালে ট্রাক বোঝাই সেগুন কাঠ আটক করেছে সেনাবাহনী। গতকাল বুধবার দুপুরে দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি এলাকায় এ কাঠ জব্দ করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে। তবে ট্রাকটি বিকল হওয়ার কারণে স্থানীয় কারো মারফৎ জিম্মায় রাখা হবে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে গোপনে দুল্যাতলী এলাকা থেকে মগাইছড়ি সড়ক দিয়ে বন বিভাগের অনুমতি ছাড়া ট্রাকে সেগুন কাঠ বোঝাই করে গোপনে পাচার করছিল। পাহাড় উঠতে গিয়ে গাড়ি বিকল হয়ে পড়ে। সেনাবাহিনী খবর পেয়ে ট্রাকসহ উক্ত কাঠ জব্দ করে নিয়ে আসে। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা। লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুল গফুর চৌধুরী বলেন, আটককৃত কাঠ পরিমাপ করা হচ্ছে। যেহেতু এলাকাটি উপজেলা সদর থেকে একটু দূরে তাই আনতে সময় লাগছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।