পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
এবার হিব্রু ভাষায় কোরআন অনুবাদ করার উদ্যোগ নিয়েছে মিসর। যুক্তরাজ্যভিত্তিক দ্য নিউ আরব জানিয়েছে, সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে এ উদ্যোগের কথা সামনে আনেন মিশরের আওয়কাফ বিষয়ক মন্ত্রী মোহামেদ মুখতার গোমা।
তিনি আরও বলেন, আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, আগের যে হিব্রু ভাষায় ইহুদিরা কোরআন অনুবাদ করেছেন সেখানে অনেক ভুল ব্যাখ্যা করা হয়েছে। এতে বিশ্বের ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মধ্যে পবিত্র কোরআনের ভুল বাণী পৌঁছেছে। এই বিষয়টি সমাধানেই এবারে হিব্রু ভাষায় কোরআন অনুবাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা।
উল্লেখ্য, হিব্রু ভাষায় আগে যে কোরআন শরীফের অনুবাদ করেছে ইহুদিরা, সেখানে অনেক ভুল আছে। এর আগে, গত বছর হিব্রু ভাষায় অনুবাদিত কোরআনের একটি কপি বিশ্লেষণ করে ফিলিস্তিনি গবেষকরা অন্তত ৩০০টি ভুল ব্যাখ্যা শনাক্ত করেন। সূত্র : টেনটিভি ও দ্য নিউ আরব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।