Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেবানন, সিরিয়া ও মিসর গ্যাস আমদানির চুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

মিসর, সিরিয়া ও লেবানন একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছে যার আওতায় মিসর থেকে সিরিয়া হয়ে লেবাননে প্রতি বছর ৬৫ কোটি ঘনমিটার গ্যাস রফতানি করা হবে। লেবানন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই চুক্তি করা হলো। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে সম্প্রতি লেবাননের অর্থনীতি মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। লেবাননের রাজধানী বৈরুতের জ্বালানি মন্ত্রণালয়ে মঙ্গলবার ত্রিপক্ষীয় এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় মিশর থেকে সিরিয়া হয়ে লেবাননের উত্তরাঞ্চলীয় দেইর আম্মার অঞ্চলের বিদ্যুৎ স্থাপনায় গ্যাস নেয়া হবে। এতে ওই স্থাপনায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যার ফলে দেশটিতে প্রতিদিন আরো চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। লেবাননে যে কয়টি গ্যাস ও ডিজেল চালিত বিদ্যুৎ স্থাপনা রয়েছে দেইর আল-আম্মার তার অন্যতম। তবে স্থাপনাটিকে এখনো গ্যাস লাইন সংযুক্ত করা সম্ভব হয়নি। সিরিয়া, মিসর ও লেবাননের মধ্যে এই গ্যাস চুক্তি হলেও বিশ্ব ব্যাংকের কাছ থেকে অনুমোদিত হতে হবে কারণ বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থের যোগান দেবে। এক্ষেত্রে আমেরিকার সহযোগিতাও প্রয়োজন হবে কারণ সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানিমন্ত্রী ওয়ালিদ ফাইয়াদ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। তবে এই প্রকল্পে অর্থ যোগানের শর্ত সম্পর্কে তিনি কোনো তথ্য জানাননি। চুক্তি সইয়ের অনুষ্ঠানে মিসর ও সিরিয়ার প্রতিনিধিদের পাশাপাশি মিসরের জাতীয় প্রাকৃতিক গ্যাস কোম্পানির চেয়ারম্যান মাগদি জালাল উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের অনুষ্ঠানের পর লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মিশরের কর্মকর্তা মাগদি জালাল এবং লেবাননের নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসির আলাভির সাথে বৈঠক করেন। পরে এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্জাতিক বাজারের চেয়ে শতকরা ৩০ ভাগ কম দামে লেবাননকে গ্যাস দিতে রাজি হয়েছে মিসর। রয়টার্স।



 

Show all comments
  • এ, কে, এম, জামসেদ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৯ পিএম says : 0
    খুবই ভাল সংবাদ। মুসলিম বিশ্ব খুশি হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ