Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফোতুহর কারাদণ্ড মিসরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

‘মিথ্যা তথ্য ছড়ানো ও সরকার উৎখাতের’ ষড়যন্ত্রের দায়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদেল মোনেম আবুল ফোতুহ এবং মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার আবদেল মোনেমকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বয়স এখন ৭০। তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। এ অবস্থায় বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে। একই দিন আবুল ফোতুহের স্ট্রং ইজিপ্ট পার্টির উপ-প্রধান মোহাম্মদ আল-কাসাসের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত। মিসরের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সাবেক শীর্ষ নেতা মাহমুদ এজ্জাতকে দেওয়া হয়েছে ১৫ বছরের সাজা। ইতোমধ্যে অন্যান্য রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। একই অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড পেয়েছেন মোয়াজ আল-শারকাউই। এমন রায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে মিসরের অধিকার গোষ্ঠীগুলো। আবুল ফোতুহ এবং এল-কাসাসের মতো ব্যক্তিদের গ্রেফতারে বর্তমান সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই বিচার ভিন্নমতের বিরুদ্ধে সরকারের দমনপীড়নের অংশ যা শুধুমাত্র ইসলামপন্থী রাজনৈতিক বিরোধীদেরই নয় বরং গণতন্ত্রপন্থী কর্মী ও সাংবাদিকদেরও লক্ষ্য করে বলে নিন্দা জানানো হয়েছে। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফোতুহর কারাদণ্ড মিসরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ