Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইভেট কারের চাকায় ৩০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

আনোয়ারা(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৬:০৮ পিএম | আপডেট : ৭:৪৫ পিএম, ৪ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘির এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে শনিবার( ০৪ ডিসেম্বর) দুপুরে প্রাইভেট কারের চাকার ভেতর করে ইয়াবা পাচারকালে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৩০ হাজার ইয়াবা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল, টেকনাফের বেলপাড়া এলাকার আব্দুল মজিদ(২৫) ও মো.সাইফুল(২৪)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গোপন সংবাদে পুলিশের অভিযানে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে ৩০ হাজার ইয়াবাসহ ২ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেপ্তারকৃতরা
তিন নারীকে টেকনাফ থেকে যাত্রী হিসেবে ভাড়ায় নিয়ে কৌশলে ইয়াবা গুলো পাচার করছিল বলে জানান। তাদেরকর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ