Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ জানুয়ারি থেকে বিপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

প্রায় দু’বছর পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরের দিনক্ষণ চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের এই আকর্ষণীয় টুর্নামেন্ট।
বিপিএলের সবশেষ টুর্নামেন্ট আয়োজন হয়েছিল ২০১৯-২০ এ। পরবর্তীতে করোনাভাইরাসের কারণে পরের বছর টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এই বছরও বিপিএল আয়োজন করতে পারেনি বিসিবি। তবে আগামী বছর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল প্রায় দু’বছর পর বিপিএল শুরুর তারিখ জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের সøট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’
এরই মধ্যে আসন্ন বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র দিয়েছে বিসিবি। গতবার স্পন্সরভিত্তিক দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করলেও এবার ফ্র্যাঞ্চাইজিতে ফিরে যাচ্ছে। দল চেয়ে কেমন সাড়া পাচ্ছে বিসিবি তা নিয়ে খোলাসা করেননি বিসিবির প্রধান নির্বাহী, ‘পাঁচ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে। ততদিন ওয়েট করি। তারপর বলি।’
এদিকে বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। ফলে বিভিন্ন দেশে ইতোমধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।
করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এখন এসব নিয়ে ভাবতে চান না নিজামউদ্দিন, ‘আমাদের দেশ তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে... তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ