পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনার প্রকোপ যখন বিশ্বের অন্যান্য দেশ ছাড়িয়ে বাংলাদেশে হানা দিয়েছে তখনো বিষয়টার গভীরতা বুঝে উঠতে পারিনি। বেশ আগ্রহ উচ্ছ্বাস নিয়েই বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছিলাম। ভেবেছিলাম, যাক এই অজুহাতে একটা ভ্যাকেশন পাওয়া গেলে মন্দ কী? বিশ্ববিদ্যালয় বন্ধ হলো কিন্তু ভ্যাকেশনটা যে এত দীর্ঘ হবে তা আমারা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। দীর্ঘ প্রতিক্ষা শেষে ১৮ মাস পরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতদিন পর ক্যাম্পাসে এসে মনে হলো যেন নতুন জীবন ফিরে পেয়েছি। তবে দেখা পেলাম নতুন বাস্তবতার। দ্রব্যমূল্যে আগুন। করোনা প্রকোপের আগে তেল ছিলো ১১০ টাকা লিটার এখন ১৬০। যে চাল ছিলো ৫৫ টাকা কেজি এখন সেটা ৬৫। ডিমের হালি ছিলো ৩২ বা ৩৪ টাকা এখন ৪০। অন্যান্য সবজি আর মাছ মাংসের কথা বাদই দিলাম। চোখ বন্ধ করে ভাবছিলাম, ১৮ মাস আগে আব্বুর যা বেতন ছিলো এখন কি ডবল হয়ে গেছে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো আমার সেই বন্ধুর কথা, যে টিউশন করেই তার সব খরচ চালিয়েও বাসায় টাকা পাঠায়। এখন তার কী অবস্থা? এই অবস্থার অবসানইবা হবে কীভাবে?
নুসরাত জাহান শুচি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।