গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ সমাবেশ করবে দলটি। ইতোমধ্যে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের প্রস্তুতি শুরু করেছে দলটি। এদিকে বিএনপির সমাবেশ কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে শুরু হতে যাওয়া সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরি কাজ শেষ হয়েছে। দলীয় নেতাকর্মীরাও ইতোমধ্যে নয়াপল্টনে ছোট-ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেছেন।
সড়কে নেতাকর্মীদের বসার জন্য কার্পেট বিছানো হয়েছে। আর খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডসহ ছোট-ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সমাবেশের নিরাপত্তা রক্ষায় মহিলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।