Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত’ মুক্তি ও সু-চিকিৎসায় বিদেশে গমনের দাবিতে সিলেট বিএনপির সমাবেশ আজ , প্রস্তত মঞ্চ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:২১ পিএম

বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত’ মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে গমনের দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজন করেছে এই সমাবেশের। আজ মঙ্গলবার বেলা ২টায় অনুষ্টিত হবে এই সমাবেশ। সেকারনে প্রস্তুত করা হয়েছে সমাবেশস্থল। মাঠের উত্তরপ্রান্তে বিশালাকারের মঞ্চ তৈরী করা হয়েছে। মূল মঞ্চে শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে ৩৫টি চেয়ার। সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের বসার জন্য প্রায় আড়াইশ’ চেয়ার রাখা হয়েছে। মূল মঞ্চ ও চেয়ার বসানোর জায়গাটি নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এই ঠিক বাইরেই সংবাদকর্মীদের অবস্থানের জায়গা রেখেছে বিএনপি। মাঠের চারদিকে বেশকিছু সংখ্যক মাইক লাগানো হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে সমাবেশস্থলে ঘুরছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশ্য অবস্থান প্রত্যক্ষ করা যায়নি। দায়িত্বশীল নেতাদের কাছ থেকে নির্দেশ আসার পরপরই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দেবেন নেতা-কর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন সহ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, নির্ধারিত সময় বেলা ২টাতেই শুরু হবে সমাবেশ। সন্ধ্যার আগেই শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসমাবেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ