Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভোটের আগেই প্রার্থীর মৃত্যু, ২৮ ভোটে জয়ী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভোটের ঠিক ১৭ দিন আগে অর্থাৎ গত ৬ নভেম্বর মৃত্যু হয় সোহান মুর্মু নামে এক প্রার্থীর। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়। এর মধ্যেই গত ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মৃত প্রার্থী সোহানই জয়লাভ করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের জামুই জেলায়। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, জামুই জেলায় ২৪ নভেম্বর অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ছিলেন সোহান মুর্মু। কিন্তু গত ৬ নভেম্বর তার মৃত্যু হয়। নির্বাচনে জয়ী হওয়াই তার শেষ ইচ্ছা ছিল। তাই তার প্রতি সম্মান জানাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর ব্যাপারটি গোপন রেখেছিল। এলাকাবাসীও সহানুভ‚তি থেকে তাকে ভোট দিয়েছেন। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছে, সোহান তার প্রতিদ্ব›দ্বীকে ২৮ ভোটে পরাজিত করেছেন। এ ব্যাপারে বøক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) রাঘবেন্দ্র ত্রিপাঠী জানান, তদন্তে আমরা জানতে পেরেছি সোহান ৬ নভেম্বর মারা গেছেন। তার পরিবারের সদস্যরা বলেছেন নির্বাচনে জয়ী হওয়া তার শেষ ইচ্ছা ছিল। তাই তার মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষকে জানায়নি তারা। তবে যেহেতু বিজয়ীর সনদ অন্য কাউকে দেওয়ার নিয়ম নেই তাই ওই পদের জন্য নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ