Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ভোটারের আঙুলের ছাপ নিয়ে ভোট দিচ্ছেন এজেন্ট!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:১১ পিএম

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নের ৩৮ কেন্দ্রের ২৫৯ বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সরেজমিনে কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর প্রার্থীর এজেন্টরা গোপন কক্ষে প্রবেশ করে মেশিনে চাপ দিয়ে ভোট সম্পন্ন করার অভিযোগ উঠেছে, যার প্রমাণ মিলেছে মিডিয়া কর্মীদের ক্যামেরায়। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সবগুলো কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ইভিএম মেশিনের ত্রুটির কারণে প্রায় কেন্দ্রেই ২০-২৫ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়।

সরজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ বুথে ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর এক প্রার্থীর এজেন্ট ভোটারদের সঙ্গে গোপন কক্ষে প্রবেশ করে ভোটগ্রহণ সম্পন্ন করছেন। তবে ওই এজেন্ট কোন প্রার্থীর তা নিশ্চিত করতে পারেনি ভোটাররা। এসব বিষয় নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে এজেন্ট, পোলিং, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং কর্মকর্তার বাকবিতণ্ডা হতেও দেখা গেছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে প্রায় ৫০টি।

কয়েকজন নারী ভোটার অভিযোগ করে বলেন, ভোট দেওয়ার জন্য শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর বেলা থেকে এসে চর উরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকাল ১০টার দিকে ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রথমে দায়িত্বরতরা আইডিকার্ড দেখে তাদের আঙুলের ছাপ নেন। পরবর্তীতে গোপন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে একজন এজেন্ট গোপন কক্ষে এসে বোতাম চেপে ভোট সম্পন্ন করে আমাদের বুথ থেকে বের করে দেন। এ বিষয়ে একাধিক ভোটার প্রিজাইডিং কর্মকর্তাকে অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ভোটের অনিয়ম নিয়ে কেন্দ্রের বাইরে থাকা সাধারণ ভোটার ও প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটে অনিয়ম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ