Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ভোটে ২৫ কোটি রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:১৭ এএম

রাজ্যসভার ভোটে একজন নির্দিষ্ট প্রার্থীকে শুধু ভোট দিতে হবে। তাহলেই মিলবে পাক্কা ২৫ কোটি রুপি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের রাজস্থান রাজ্য সরকারের সেনা কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র গুঢ়া। মন্ত্রী গুঢ়ার দাবি ঘিরে মরুরাজ্যে শুরু হয়ে গিয়েছে নতুন রাজনৈতিক ঝড়। ২০১৮ সালের বিধানসভা ভোটে বিএসপি প্রার্থী হিসেবে জেতার পর ২০১৯-তে কংগ্রেসে যোগ দেন রাজেন্দ্র গুঢ়া। তার আরো দাবি, ২০২০ সালে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হয়েছিল, তাতে যোগ দেওয়ার জন্য তাঁকে ৬০ কোটির টোপ দেওয়া হয়েছিল। সোমবার ঝুনুঝুনুতে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গিয়ে ওপরের কথাগুলো বলেন রাজেন্দ্র। মঙ্গলবার প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলে আমাকে ২৫ কোটি রুপি দেওয়ার প্রস্তাব করা হয়। তারপর আমার স্ত্রীকে সব খুলে বলে তার পরামর্শ চাই। স্ত্রী আমাকে বলেন, ওই অর্থের দরকার নেই, তার চেয়ে সম্মান বড়।’ এরপর রাজেন্দ্র শিক্ষার্থীদের বলেন, ‘আমি তোমাদের আরো একটি ঘটনার কথা জানাতে চাই। শচীন পাইলটের সঙ্গে তখন গেহলটের সমস্যা চলছিল। সেই সময়ও আমার কাছে ৬০ কোটি রুপির প্রস্তাব ছিল। আমি পরিবারের সঙ্গে কথা বললাম। স্ত্রী, ছেলে, মেয়ে বলল, আমাদের টাকার দরকার নেই। কিন্তু সম্মান একবার চলে গেলে বাঁচার অর্থ থাকবে না।’ এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক ভোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ