Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগে সব কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০৩ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ১২ অক্টোবর, ২০২২

গাইবান্ধার উপনির্বাচনে অনিয়মের অভিযোগে সব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি বলেছেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিতে দেখেছি। তাই সব কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া আরপিও’র ক্ষমতাবলে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল অ্যাকশন হিসেবে আমরা কেন্দ্র বন্ধ করেছি। এখন চাকরি বিধি অনুযায়ী বা অন্য বিধি অনুযায়ী কী অ্যাকশন নেব তা পরে দেখবো। আমরা টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি- আমরা এখান থেকে সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে কেন্দ্র বন্ধ করে দিয়েছি।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘কমিশন যদি মনে করে- নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, তাহলে কমিশন নির্বাচন বন্ধ করতে পারে। আমরা সেই আলোকে সিদ্ধান্ত নিচ্ছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেবো, তখন জানাবো।’

তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল তা আমরা বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটাই। আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে কী হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে না। কেন হচ্ছে এখন তা চটজলদি বলতে পারবো না।’

সিইসি বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে কি না, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ইভিএমেরও কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না। ওই যে মানবিক আচরণ, আরেকজন ঢুকে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে। আবার অনেকেই দেখছি গেঞ্জি পরে, শাড়ি পরে যেখানে প্রতীক আছে দেখিয়ে দিচ্ছে। তারা আচরণ বিধি লঙ্ঘন করেছে এবং এটা সুশৃঙ্খল নির্বাচনের পরিপন্থী। এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত। যারাই আইন মানছেন না তাদেরই আমরা ডাকাত-দুর্বৃত্ত বলতে পারি। কারণ আইনের প্রতি সবার শ্রদ্ধা করতে হবে। সবাই যদি আইন না মানি নির্বাচন কমিশন এখানে বসে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে না।’



 

Show all comments
  • Mohmmed Dolilur ১২ অক্টোবর, ২০২২, ৮:৫২ পিএম says : 0
    আবে বকবাছ বন কর,তেরা চালাকি আবি সব আদমি মালুম হে,তোম সরকারকা দালাল হে,তোম বলা, হাম খোদ পেপারমে দেখা,তোম বলা ইভিএম মেশিনে কুছ মসকিল নেইস্টাফ,আবি কেছে হোয়া,আববি টাইম হে মুললুককা আদমিকা বাদ শুন ও,হট যাও ক্ষমতা ছোড়কে দাও।
    Total Reply(0) Reply
  • EBRAHIM BIN ISMAIL ১২ অক্টোবর, ২০২২, ৯:২২ পিএম says : 0
    THANKS ONEK ONEK DHONNOBAD AGE CALON GO AHEAD SOLID ELECTION JATI DEKTE CHAI
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ