Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা চট্টগ্রাম বিভাগেই থাকতে চাই

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ১২:১৩ এএম

ফেনী জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর উত্তরে কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে নোয়াখালী এবং চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে নোয়াখালী জেলা। ফেনীবাসী চট্টগ্রাম বিভাগের সাথে আছে এবং আমরা চট্টগ্রাম বিভাগের সাথেই থাকতে চাই। এই বক্তব্যের পক্ষে মত দিয়েছেন ফেনীর নাগরিক সমাজের প্রতিনিধিরাও। কুমিল্লা-নোয়াখালীসহ কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ গঠনের ঘোষণা আসার পর চট্টগ্রাম বিভাগের সঙ্গে থাকার পক্ষেই মত দিয়েছেন ফেনীর বিশিষ্ট নাগরিকেরা। দাবি বাস্তবায়নে ইতোমধ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের সঙ্গে ফেনীবাসীর দীর্ঘদিনের নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত হয়েছে দেশের বৃহত্তম শিল্পনগরী ‘বঙ্গবন্ধু শিল্পাঞ্চল’। চট্টগ্রামের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ নানা সম্পর্ক রয়েছে। অনেকেই চট্টগ্রামে বাড়ি করে বসবাস করেন। চট্টগ্রামের সঙ্গে ফেনীর মানুষের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। তাই কোনো অবস্থাতেই ফেনী জেলাকে যেন প্রস্তাবিত নতুন কোনো বিভাগের সঙ্গে না রাখা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ফেনীবাসীকে চট্টগ্রাম বিভাগের সঙ্গে থাকতে দিন।

জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ ফেনী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন