Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

একটু উষ্ণতা ছড়িয়ে দিন

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

চলছে শীতের মৌসুম। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। বাংলাদেশ শীতপ্রধান দেশ না হলেও বছরের একটি নির্দিষ্ট সময়ে এসে শীত তীব্ররূপ ধারণ করে। ফলে কষ্ট ভোগ করে এদেশের সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা, রাস্তার পাশে শুয়ে থাকা হাজারো পথশিশু। তাই আসুন, যার যার অবস্থান থেকে এসব দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই। একটি কম্বল দিয়ে হলেও শীতের কষ্ট থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। একটু উষ্ণতা ছড়িয়ে দিই শীতে কষ্ট পাওয়া মানুষের মাঝে। ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বা সরকারি-বেসরকারি উদ্যোগে এসব মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই। হয়তো আপনার একটি কম্বল হতে পারে তাদের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ সম্বল।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ



 

Show all comments
  • jack ali ২৬ নভেম্বর, ২০২১, ৪:৩০ পিএম says : 0
    মানুষের যদি মানবতা থাকত তাহলে সে আল্লাহকে চিন্ত এবং আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে সে কখনো ট্যাক্সের টাকায় রাজা বাদশার মতো জীবন যাপন করতে পারত না আজকে বাংলাদেশে চলে কাফেরের আইন দিয়ে আর আমাদের দেশের লোক কোটি কোটি দরিদ্র সেখানে তাদের কোন কথা নাই তারা কথায় কথায় বলে বাংলাদেশ সিঙ্গাপুর ক্যামেরা থেকে উন্নত হয়ে গেছে আল্লাহ এদের মোহর মেরে দিয়েছে এবং এরা সরাসরি জাহান্নামে যাবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন