Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনা শুরু আগামী সপ্তাহে : ওয়াশিংটন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে কাতারে তালেবানের সাথে ফের আলোচনা শুরু করবে। সেখানে অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনা করা হবে। মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস মঙ্গলবার জানান, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দুই সপ্তাহ ধরে এ আলোচনা করার পরিকল্পনা রয়েছে। উভয় পক্ষ ‘আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করবে।’ এসব স্বার্থের মধ্যে রয়েছে ইসলামিক স্টেট গ্রæপ ও আল-কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন অভিযান, মানবিক সহযোগিতা, আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি এবং ২০ বছরের যুদ্ধ চলাকালে সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগান ও মার্কিন নাগরিকদের নিরাপদে আফগানিস্তানের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবে। দুই সপ্তাহ আগে পাকিস্তানে তালেবানের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন ওয়েস্ট। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়ায় গত আগস্টে কট্টরপন্থী এ গ্রæপ দেশটির ক্ষমতা দখল করে। সূত্র : এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াশিংটন

২০ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ