Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দি ইকুয়ালাইজার থ্রি’র পরিকল্পনা জানালেন ডেনজেল ওয়াশিংটন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

‘দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ’ মুক্তি পাবার পর কলাইডারকে দেয়া এক সাক্ষাতকারে ডেনজেল ওয়াশিংটন ‘দি ইকুয়ালাইজার’ সিরিজে ফেরার আভাস দিয়েছেন। তিনি জানা তার পরের ফীল্মটিই হবে ‘দি ইকুয়ালাইজার থ্রি’। তিনি বলেন, তারা তৃতীয় ‘দি ইকুয়ালাইজার’-এর কাহিনী লেখে ফেলেছে; আমার শিডিউল সেটির জন্যই বরাদ্দ। তাই আমাকে ভাল আকারে তৈরি হতে হবে এবং আবার মানুষজনকে পেটাতে হবে। ‘দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ’ এবং তারপরই মানুষ পেটানো, এর চেয়ে ভাল আর কী হতে পারে? ২০১৪তে প্রথম পর্ব মুক্তি পাবার পর ২০১৮তে দ্বিতীয় পর্ব মুক্তি পায়। এডওয়ার্ড উডওয়ার্ড অভিনীত ১৯৮০ দশকের একই নামের টিভি সিরিজ অবলম্বনে দুটি পর্বই পরিচালনা করেন অ্যান্টোয়ান ফুকুয়া। তৃতীয় পর্ব তারই পরিচালনা করার কথা। ফুকুয়া বর্তমানে উইল স্মিথের অভিনয়ে অ্যাপল প্লাসের জন্য ‘ইমানসিপেশন’ ফিল্মটি নিয়ে কাজ করছেন।‘দি ইকুয়ালাইজার’ সিরিজে ওয়াশিংটন রবার্ট ম্যাকল নামে এক সাবেক মেরিনের ভূমিকায় অভিনয় করেন। প্রথম ফিল্মে ম্যাকল টেরি (ক্লোয়ি গ্রেস মোরেটজ) নামে এক কিশোরীকে রাশান মাফিয়ার হাত থেকে রক্ষা করে আর দ্বিতীয় পর্বে সে তার একমাত্র বন্ধু সুসানের (মেলিসা লিও) হত্যার প্রতিশোধ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘দি ইকুয়ালাইজার থ্রি’র পরিকল্পনা জানালেন ডেনজেল ওয়াশিংটন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ