Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যোল কোয়েন থেকে চলচ্চিত্র নির্মাণের কৌশল চুরি করেন ডেনজেল ওয়াশিংটন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

‘দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ’ ফিল্মে কাজ করার সময় জ্যোল কোয়েনের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের অনেক টুকিটাকি চুরি করে রেখেছেন বলে জানিয়েছেন নির্মাতা-অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। কোয়েনের কাছ থেকে কী শিখেছেন জানতে চাইলে ওয়াশিংটন কোলাইডারকে বলেন , ‘সবকিছু। আমি চুরিও করছিলাম। মানে তিনি তো একজন ‘মাস্টার’। তাই কৌতূহলী হওয়াই যায়, তিনে সেখানে কেন? আমি একবার তাকে একটি শটের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম যেটিতে আমি ছিলাম না।’ আমি আগেই পরিচালকের হ্যাট পরেছিলাম। কারণ আমি সেই দৃশ্যে ছিলাম না। তাই আমি বললাম, ‘এখন, আমি দেখছি আপনি নিচে ক্যামেরা রেখেছেন। আপনি কি এখানে কিছু নির্দেশ করতে চান?’ তিনি বললেন,’ আসলে আমি সিলিংটা পছন্দ করি।’ আমি বলি, ‘মানে সিলিং পছন্দ করেন?’ তিনি বললেন, ‘উপরের দিকে তাকান। হ্যাঁ আমি সিলিংটা পছন্দ করছি।’ ৬৭ বছর বয়সী অভিনেতা বলেন, ‘তিনি সেভাবেই করলেন। তবে উন্নয়নের পথ খোলা রেখেছেন। অথবা অন্যভাবে উপস্থাপনের পথ।’ ওয়াশিংটন জানান, যাই তিনি করবেন না কেন অনেক আগে থেকই তা পরিকল্পনা করে রাখেন। ওয়াশিংটন বলেন, ‘তার তোলা ছবি আর আইডিয়া সচক্ষেই দেখা যায়। প্রডাকশনের অফিসে গেলেই দেয়ালে পুরো চলচ্চিত্রটির প্রতিফলন দেখা যাবে। ছবি আর আঁকা ছবি সব টানানো আছে সেখানে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ