মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
স্থানীয় সময় রোববার (১৯ জুন) বন্দুক হামলার ঘটনা ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলির ঘটনা ঘটেছে তার পাশেই চলছিল একটি কনসার্ট। ব্যস্ত সড়কে অনেক মানুষের আনাগোনা ছিল।
এক ভিডিওতে দেখা গেছে, হামলার পর সড়কে পড়ে থাকা লোকদের সাহায্য করছে পুলিশ কর্মকর্তারা। কতজন লোক আহত হয়েছেন তা স্পষ্ট করেনি স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারীকেও শনাক্ত করা যায়নি। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক নিহত হয়। এর দিন কয়েক আগে নিউইয়র্কের বাফেলো এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ জনগণসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। সূত্র : ফক্স নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।