Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ কান্ডারী। বেশ কয়েকবছর ধরেই ছাত্রদের ন্যায্য অধিকার হাফ ভাড়া নিয়ে আন্দোলন ও বৈঠক চলছে। কিন্তু এর ফলপ্রসূ কোনো সমাধান আজও হয়নি, যা শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অবস্থা দেখেই বুঝা যাচ্ছে। এরজন্য দায়ী দায়িত্বশীলরা। কিছুদিন আগে বর্তমান সরকার ডিজলের দাম বাড়িয়ে দেয় বিধায় সুযোগে সদ্ব্যবহারের মতো বাস মালিক সমিতিও বাসের ভাড়া বৃদ্ধি করে দেয়। তারপর থেকেই শুরু মূল সমস্যা। একদিকে সাধারণ মানুষের ভোগান্তি, অপরদিকে আগে যেসব বাস শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়েছে ভাড়া বৃদ্ধির কারণে এখন তারাও সেটা বন্ধ করে দিয়েছে। এতেই বিপাকে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা। সেদিন মোহাম্মদপুরগামী একটি বাসে এক শিক্ষার্থী হাফ ভাড়া দেয়ায় কন্ট্রাকটর ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সেই স্কুলের শিক্ষার্থীসহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও। তারপর থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে ফের আলোচনা শুরু। বিশ্বের অনেক দেশেই শিক্ষার্থীরা বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে। অথচ, আমাদের দেশের বাসে হাফ ভাড়া দিতে গেলে কন্ট্রাকটরের বাঁকা চাহনি ও বিভিন্ন কটু কথা শুনতে হয়। কখনোবা শিক্ষার্থী দেখলে গেইট লক করে রাখার মতো ঘটনাও ঘটতে দেখা যায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, বাস সমিতি ও যাত্রী কল্যাণ সমিতির সাথে বৈঠক করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং প্রতিটি বাসে সসম্মানে শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেওয়ার বিধান করা। যাতে করে, আর কোনো শিক্ষার্থীকে হয়রানি বা অসম্মানির শিকার না হতে হয়।

উসমান বিন আব্দুল আলিম
শিক্ষক, জামি’য়া ইসলামিয়া আরাবিয়া, সাভার, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন