বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে অস্ত্রসহ রফিক সরদার (৩৩), ফরিদ (৩৩) ও কামরুজ্জামান প্রান্ত (৩৩) নামে তিন সন্ত্রসীকে আটক করেছে র্যাব-৬ ।
যশোর র্যাব -৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টায় সদর উপজেলার পুলেরহাট থেকে তাদের আটক করা হয়। র্যাবের কাছে গোপন খবর ছিলো শহরতলির পুলেরহাট বাজারে রাজগঞ্জ সড়কে গাফ্ফার মার্কেটের সামনে তিনজন সন্ত্রাসী অস্ত্র হাত বদলের জন্য অবস্থান করছে। এসময় র্যাব ওই তিন সন্ত্রসীকে আটক করে। তাদের দেহ তল্লাাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ও তিনটি সিমকাড উদ্ধার করা হয়।
আটক রফিক সরদার শহরতলির পুলেরহাটের বেড়বাড়ির মফিজ সরদারের ছেলে, ফরিদ শহতলির ভাতুড়িয়া গ্রামের মজিদের ছেলে ও কামরুজ্জামান প্রাপ্ত শহরের শংকরপুরে আবুল কাসেমের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।
নাজিউর রহমান আরো জানান, রফিক সরদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি এবং ফরিদের নামে একটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।