Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীতে চাকুরীর নামে প্রতারনা, আটক ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ৬:১৯ পিএম

রাজশাহীতে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকুরী দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা এলাকার সাবের আলী ও তানোরের শফিকুল ইসলাম।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত প্রতারকদের বিষয়ে র‌্যাব-৫ এর কম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারী দফতরে চাকুরী দেয়ার নাম করে বহু বেকার যুবকদের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলো।
এ বছরের জানুয়ারীতে একই কায়দায় তিন যুবককে চাকুরী পাইয়ে দেওয়ার ফাঁদে ফেলে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ