Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এফ আর টাওয়ার নির্মাণকাণ্ডে অনিয়ম : বরখাস্ত হলেন উপসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৭:৪০ পিএম

রাজধানীর বনানীর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়মের ঘটনায় অভিযুক্ত রাজউকের সাবেক পরিচালক (এস্টেট) ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. আব্দুল্লাহ-আল-বাকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, আব্দুল্লাহ-আল-বাকীর বিরুদ্ধে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ঢাকার মহানগর স্পেশাল জজ আদালত অভিযোগপত্র (দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর অভিযোগপত্র নম্বর-৫১) দাখিল করা হয়েছে।

চলতি বছরের ২৫ জানুয়ারি আদালত এ অভিযোগপত্র গ্রহণ করায় তাকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯ (২) অনুযায়ী ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনানী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ