Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বনানীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে নূরে-আলম সিদ্দিকী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নূরে-আলম সিদ্দিকী টঙ্গী ন্যাশনাল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁর বদলগাছী থানার প্রধানপন্ডি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে টঙ্গী ন্যাশনাল নার্সিং ইনস্টিটিউট থাকতেন। গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বনানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে বনানী মাছরাঙ্গা টেলিভিশনের বিপরীত পাশের ট্রেন লাইনের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের উদ্ধার করি। আশপাশের লোকজনের কাছে শুনেছি, প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনানীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ