Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনানীতে পারসোনার নতুন আউটলেট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

দেশের খ্যাতিমান সৌন্দর্য চর্চা বিষয়ক প্রতিষ্ঠান পারসোনা’র বনানী শাখা নতুন করে উদ্ভোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন ঠিকানা বনানীস্থ রোড নম্বর ১১, বাসা নম্বর ৭৬/বি । নতুন এ শাখার উদ্ভোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার কানিজ আলমাস খান। কানিজ আলমাস খান বলেন, আমাদের শক্তি আমাদের সেবা গ্রহণকারীরা। পারসোনা তার সেবাগ্রহীতাদের সুবিধার কথা চিন্তা করে সকল সিদ্ধান্ত নেয়। নতুন শাখায় আধুনিক সুযোগ সুবিধা এবং প্রশস্ত পরিসর ভোক্তাদের সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, আমরা সবসময় চিন্তা করি আর কি কি করলে সেবাগ্রহীতারা আরও খুশি হবেন, আমাদেরও ভালো লাগবে। সবারই বিউটি পার্লার-এ আসার প্রধান উদ্দেশ্য থাকে রিলাক্স হওয়া, স্ট্রেস ফ্রি হওয়া। আমরা এখানে সেই চেষ্টাটুকু করেছি। উল্লেখ্য, রূপ সচেতনদের দীর্ঘ ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে পারসোনা। দেশ জুড়ে পারসোনার ১৪ টি আউটলেট রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনানীতে পারসোনার নতুন আউটলেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ