Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৬:১১ পিএম

রাজশাহী নগরীতে এক রাউন্ড গুলি, বিদেশী রিভলভার ও ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আজিম আলী (১৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের মোঃ নজরুলের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র ও নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আমিন পেট্রোল পাম্পের সামনে হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামী আজিম আলীকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী করে তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলভার ও ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে আজিম জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে এই অবৈধ অস্ত্র ও মাদক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আমিন পেট্রোল পাম্পের সামনে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পৌঁছানোর জন্য দেয়। দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা অবৈধ অস্ত্র ও ইয়াবা বহন করে আসছে।
পুলিশ জানায়, আসন্ন ইউপি নির্বাচনে এই অবৈধ অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ