Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ টি সোনার বার সহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা -

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৪:২৯ পিএম

ভারতের পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ টি (১ কেজি ৪০০ গ্রাম) সোনার বার সহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পুটখালীর মসজিদ বাড়ী এলাকা থেকে আটক করা হয় তাদেরকে ।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী গ্রাম পুটখালী মসজিদ বাড়ী এলাকা থেকে মোটর সাইকেল সহ মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী ও মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার জব্দ করা হয়। যার মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালি গ্রামে।
আটককৃত আসামীদ্বয়, সোনার বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ