Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে ৭ মাদক সেবী আটক,পালিয়ে গেলো সাবেক ইউপি চেয়ারম্যান

চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৪:৫৬ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ মাদক সেবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোড়গাছ পুরাতন বাজার সংলগ্ন হোসেন আলীর ভাতের দোকান থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ গাঁজা সেবন কলকি, ১০০ গ্রাম গাঁজা ও দুটি মোটর সাইকেল জব্দ করে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে সাবেক রমনা ইউপি চেয়ারম্যান নুর ই এলাহী তুহিন ও আব্দুর রাজ্জাক নামে একজন পালিয়ে যান।

আটকরা হলেন, রমনা মিস্ত্রি পাড়া এলাকার মৃত- আবু বক্করের ছেলে মোঃ সোহেল রানা (৩০), জোড়গাছ নতুন বালাজান এলাকার মোঃ নজির হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৪৬), মুদাফৎ থানা বেলের ভিটা এলাকার মৃত আহসান হাবিবের ছেলে বদরুল আলম (৪৩), আব্দুল খলিলের ছেলে আশরুফুল ইসলাম (২৬), খড়খড়িয়া ভট্টপাড়া এলাকার আজিজুল হক ব্যাপারীর ছেলে মোঃ চাঁন মিয়া (৪০), জোড়গাছ মন্ডলপাড়া এলাকার মোঃ নজির হোসেনের ছেলে মোঃ ফারুক মিয়া (৪০) ও পশ্চিম খড়খড়িয়া এলাকার মোঃ জাহেদুল হকের ছেলে মোঃ হোসেন আলী(২৩)।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ