Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমদানিকৃত মাছের ট্রাকে ডাকাতির সময় ৩ জনকে আটক করেছে নাভারন হাঁইওয়ে পুলিশ

বেনাপোল-যশোর মহাসড়ক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ২:৪২ পিএম

বেনাপোল-যশোর মহাসড়কের নাভারন পুরাতন বাজার এলাকায় আমদানিকৃত মাছের ট্রাকে ডাকাতির সময় ৩ ডাকাতকে আটক করেছে নাভারন হাঁইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার রাতে নাভারন পুরাতন বাজার বরফ কালের সামনে।

নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ঢাকাগামী ঢাকা (মেট্টো-ন-১৫-৯০০৫) মাছভর্তি ট্রাকটি উল্লেখিত স্থানে পৌছালে দুটি মোটরসাইকেলে ৬ জন যুবক ট্রাকটির গতিরোধ করে ডাকাতি করার সময় নাভারন হাঁইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌছায়ে একটি মোটরসাইকেলসহ ৩ যুবককে আটক করে।

আটককৃতরা হলো, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুলের ছেলে মাসুদ রানা (২০) ,মন্টু রহমানের ছেলে জনি হোসেন (২২), ও বুরুজবাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান (১৮)।

ডাকাতির ঘটনায় ওই ট্রাকের হেলপার সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার বাজার গ্রামের খলিলুর রহমান বাবুর ছেলে শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা করেছেন ঝিকরগাছা থানায়। আটককৃতদেরকে রাতেই ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে ঝিকরগাছা থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ