Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় খাদ্যবান্ধব কর্মসুচীর চাল ৩০ বস্তা চাউল কালোবাজারে বিক্রি গ্রেফতার - ১

সালথা থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৪:৪০ পিএম

ফরিদপুরের সালথা খাদ্যবান্ধব কর্মসুচীর ৩০ বস্তা চাউল কালোবাজারে বিক্রি করার অভিযোগে চাউল সহ একজনকে আটক করছেন সালথা থানা পুলিশ।

বিক্রয়কৃত ৩০ বস্তা চাল উদ্ধার পূর্বক সালথা থানা পুলিশ জব্দ করেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গৌড়দিয়া বাজারের একটি দোকান থেকে এ চাল উদ্ধার করে। এ সময় দোকানদার পারভেজ কে আটক করে পুলিশ।

পারভেজ জানায়, উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারের ডিলার আঃ আলিম মোল্যার নিকট থেকে এই চাল তিনি ক্রয় করিয়াছেন।

ঘটনার সময়, দোকানে উপস্থিত পারভেজের ছেলে ছাব্বির বলেন, আলীম মোল্লা প্রথমে চালের কিছু সেম্পুল নিয়ে আমাদের দোকানে আসে। এবং বলেন, এই ধরনের চাল বিক্রি করবে। ৩৫ টাকার চাউল ৫০ টাকাদরে কেজির ৩০ বস্তা চাল পাঠাবে বলে টাকা নিয়ে যায়। পরে রাত ৮ টার দিকে চাল পাঠায়। আমার বাবা গোডাউনে চাল রেখে দেয়। রাত ৯ টার দিকে পুলিশ এসে গোডাউন খুলতে বললে বাবা গোডাউন খুলে দেয়। পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে যায় ও ৩০ বস্তা চাউল নিয়ে যায়।

অভিযুক্ত আঃ আলিম মোল্যা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে তার নাতী শাকিল মোল্যা বলেন, উদ্ধারকৃত চাল আমাদের না, ওটা যারা আমাদের থেকে ক্রয় করেছে তাদের থেকে হয়তো দোকানদার ক্রয় করেছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নকুলহাটি বাজারের ডিলার আঃ আলিম মোল্যা কিছু চাল কালোবাজারে বিক্রি করেছে, এমন অভিযোগে পুলিশ নিয়ে গৌড়দিয়া বাজারে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করেছেন। তদন্ত করা হচ্ছে এটা খাদ্যবান্ধব চাল কিনা। প্রমান হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ ১ দোকানদার কে আটক করেছে পুলিশ। গতকাল রাতেই আমি জেনেছি, এই ব্যাপারে আমরা তৎপর আছি। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবিঃ সালথা থেকে উদ্বার করা ৩০ বস্তা খাদ্যবান্ধবের চাউল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ