Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক সময় সবুজ ছিল আরবের মরু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১:৩১ পিএম

আজ আরব মরু। কিন্তু এক সময় এমন ছিল না। এক সময়ে আরবে ভালোই বৃষ্টি হত। অনেকটাই সবুজ ছিল আরব সেই সময়ে। কী ভাবে জানা গেল?

হিউম্যান মাইগ্রেশন সংক্রান্ত একটি গবেষণাকাজের সূত্রে জানা গেল, আদিম মানুষদের পাথরযুগের সদস্যরা আরবের মধ্যে দিয়েই পরিযান করেছিল। এবং তখন আরবের ভূপ্রকৃতি সম্পূর্ণ অন্যরকম ছিল।

সেটাই-বা কী ভাবে জানা গেল? গবেষণায় প্রকাশ-- উত্তর আফ্রিকা এবং দক্ষিণপশ্চিম এশিয়ার মধ্যে আদিম মানুষের একটা অংশের পরিযান ঘটেছিল। এরকমই একটি জায়গা হল সউদীর ‘খল অময়শান ৪’ নম্বর সাইট। এই সাইটে খননকার্য চালিয়ে নানা রকম পাথরের জিনিসপত্র পাওয়া গিয়েছে। খননকাজ করতে গিয়ে জলহস্তীর ফসিল পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে অন্য বন্যজন্তুর ফসিলও।

সেই সময়ে এরকম রুক্ষ অঞ্চলে জলহস্তী কোথা থেকে এল? তখনই আরবের সেই সময়কার পরিবেশ সম্বন্ধে জানা গেল। জানা গেল, আসলে সেই সময়ে আবহাওয়া অনেক স্নিগ্ধ ছিল। এই এলাকায় তখন অনেক নদীনালা, ওয়াটারবডি ছিল। হিউম্যান মাইগ্রেশন নিয়ে গবেষণা করতে গিয়ে আরবমরু সম্বন্ধে নতুন তথ্য বেরিয়ে আসায় স্পষ্টঃতই খুশি বিজ্ঞানীরা। সূত্র: ইউরোনিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ