Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ৪ ঘণ্টার অনুষ্ঠানে খরচ ২৩ কোটি রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

আদিবাসী যোদ্ধাদের সম্মান জানাতে আগামী সপ্তাহে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মধ্য প্রদেশ সরকার। রাজ্যের রাজধানী ভোপালে আয়োজিত সেই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে শহরে তার উপস্থিতি হবে বড়জোর চার ঘণ্টা এবং মঞ্চে থাকবেন মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। অথচ সেই অনুষ্ঠানের জন্যই অন্তত ২৩ কোটি রুপি খরচ করছে শিবরাজ সিং চৌহান সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আদিবাসী যোদ্ধা বিরসা মুণ্ডার স্মরণে আগামী ১৫ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস উদযাপন করবে মধ্য প্রদেশ সরকার। সেদিন জাম্বুরি ময়দানের সমাবেশে প্রধানমন্ত্রী মোদি ভাষণ দেবেন এবং দেশটির প্রথম সরকারি-বেসরকারি অংশীদারত্বে নির্মিত হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন।
ভোপালে মোদির সেই অনুষ্ঠানে জন্য এক সপ্তাহ ধরে তিনশ’ জনেরও বেশি শ্রমিক জাম্বুরি ময়দানে কাজ করছেন। বানানো হয়েছে পাঁচটি সুবিশাল গম্বুজ। আদিবাসীদের জন্য তৈরি হচ্ছে বড় বড় প্যান্ডেল। ময়দান চত্বর আদিবাসী চিত্রকলা ও আদিবাসী সম্প্রদায়ের গুণীজনদের ছবি দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্য প্রদেশের ৫২টি জেলার মানুষ। তাদের যাতায়াত, খাওয়া-দাওয়া ও থাকার জন্য ১২ কোটি রুপির বেশি খরচ করা হবে। মঞ্চের পাঁচটি গম্বুজ, তাবু, ময়দান সাজানো এবং অনুষ্ঠানের প্রচারের জন্য খরচ হচ্ছে নয় কোটির বেশি।

মধ্য প্রদেশে ৪৭টি আসন রয়েছে তফশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত। এর মধ্যে ২০১৩ সালে ৩১টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু ২০১৮ সালে তা কমে হয় ১৬। ফলে আদিবাসী ভোটারদের ফের নিজেদের দিকে টানতেই যে বিজেপি এমন ব্যয়বহুল আয়োজন করছে, তা পরিষ্কার। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ