Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাসারে বিজয় মিছিলের নামে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২৯ পিএম

মাদারীপুরের ডাসারের নবগ্রাম এলাকায় ইউপি নির্বাচনে মেম্বার পদে বিজয় অর্জনের পর বিজয় মিছিলের নামে পরাজিত প্রার্থী অরুন তালুকদারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী রবি শঙ্কর বাড়ৈ অধম ও তার সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এঘটনা ঘটে এবং এসময় হামলাকারীরা নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ও ভাঙচুর করে। এঘটনায় নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলাকারী রবি শঙ্কর বাড়ৈ অধম, মিহির হালদার, নৃপেন বৈদ্য, দিপঙ্কর মন্ডল, ঝন্টু বাড়ৈ, শঙ্কর বাড়ৈ সহ তাদের সহযোগিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।

এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন ‘ খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ