পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেটের কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা এ কে এম মনোওর আলী গত কিছুদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিসাৎধীন রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী। এসময় তিনি দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারী, জমিয়াত সদস্যসহ সকলের নিকট দ্রুত তার জন্য আরোগ্য লাভে দোয়া কামনা করেন।
এক বিবৃতিতে মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের একনিষ্ঠ ও নিরলশ কর্মী মাওলানা এ কে এম মনোওর আলী সংগঠনের শুরুলগ্ন থেকেই কাজ করে আসছেন। মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযুগী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা পালনে তিনি ছিলেন নিবেদিত। বৃহত্তর সিলেটে শিক্ষক-কর্মচারীদের ঐক্য ধরে রাখতে সংগঠনের কার্যক্রম তরান্বিত করার ব্যাপারে তার ভূমিকা অপরিসীম। পরিশেষে প্রবীণ এ নেতার দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কল্যাণে আত্মনিয়োগ করতে পারেন সেজন্য মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।