মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পর এবার আজ দিল্লিতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক এড়াচ্ছে চীন। সূত্র মারফত এমনই তথ্য এসেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের হাতে। ভারতের ডাকা বৈঠক এড়িয়ে চীনের যুক্তি, আফগানিস্তানে স্থিতাবস্থা বজায় রাখতে দ্বিপাক্ষিক কূটনৈতিক স্তরের আলোচনাতেই জোর দেওয়া হবে। ইসলামাবাদ, বেজিং নয়াদিল্লির ডাকা এ বৈঠক এড়ালেও বৈঠকে থাকছে রাশিয়া, ইরান এবং মধ্য এশিয়ার একাধিক দেশ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে আজ বুধবার দিল্লিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক হবে।
আফগান মুলুকে তালিবানের শাসন কায়েম হওয়ার পর থেকে ভারতে উদ্বেগ বেড়েছে। ভারত-বিরোধী একাধিক শক্তি ইতোমধ্যেই আফগানিস্তানের সহায়তায় এগিয়ে এসেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। শুধু ভারত-বিরোধী নয়, আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধি মানে গোটা বিশ্বের কাছেই তা অত্যন্ত উদ্বেগের। আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনায় আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে ভারত। এ বৈঠকে বিশ্বের একাধিক দেশের প্রতিনিধি যোগ দেবেন। তবে বৈঠকে আমন্ত্রণ পেয়েও তাতে সাড়া দেয়নি পাকিস্তান। শেষমেশ চীনও ভারতের ডাকা বৈঠক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।
আজ দিল্লিতে ভারতের ডাকা এই বৈঠকে কোন কোন দেশ থাকছে? জানা গেছে, বৈঠকে থাকতে পারেন রাশিয়া, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান, কাজাখাস্তান এবং কিরঘিজস্তানের প্রতিনিধিরা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।