Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাসভাড়া বৃদ্ধি দিনেদুপুরে ডাকাতির সামিল : ইনু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সরকারের ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-লঞ্চসহ জনপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন। তারা বলেন, ডিজেলের দাম লিটার প্রতি ২৩ শতাংশ বাড়লেও বাসে আসন প্রতি ২৭ শতাংশ এবং লঞ্চে আসন প্রতি ৩৫ থেকে ৪৫ শতাংশ ভাড়া কোনো যুক্তিতেই বৃদ্ধি পেতে পারে না। তারা বলেন, এই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি দিনে দুপুরে ডাকাতির শামিল।

জাসদের নেতৃবৃন্দ বলেন, সরকার বার বার পরিবহন মালিক ও লঞ্চ মালিকদের সংগঠন এবং তাদের লেজুড় শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত মাফিয়া সিন্ডিকেটের অন্যায় আবদারকে প্রশ্রয় দেয়ার ফলে সড়ক- নৌসহ পুরো পরিবহন খাত নিয়ন্ত্রণহীন নৈরাজ্যে পতিত হয়েছে। তারা জোরজুলুম করে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ করার জন্য সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ