Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন উইলস লিটল ফ্লাওয়ারের প্রিন্সিপাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৯:১২ পিএম | আপডেট : ৯:২০ পিএম, ৯ নভেম্বর, ২০২১

শিক্ষকদের আন্দোলনের মুখে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবুল হোসন পদত্যাগ করেছেন। ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। মঙ্গলবার প্রায় দিনভর ‘অযোগ্যতার’ অভিযোগে অধ্যক্ষ মো. আবুল হোসেনকে অপসারণের দাবিতে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা।

একপর্যায়ে আন্দোলনের মুখে বাধ্য হয়ে রাতে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ বিষয়ে আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ কয়েকটি দাবিতে দিনভর আন্দোলন করেন শিক্ষক-কর্মচারীরা। ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক-কর্মচারীবৃন্দ’ ব্যানারে তারা রাজধানীর কাকরাইলে শিক্ষা-প্রতিষ্ঠানটিতে কর্মসূচি পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ