Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাফাল চুক্তি নিয়ে ফের বিব্রত মোদি সরকার!

ফরাসি জার্নালেও ঘুষের তথ্য :

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

যুদ্ধবিমান রাফাল চুক্তি নিয়ে ফের মোদি সরকারের বিড়ম্বনা বাড়াল এক ফরাসি সংবাদ মাধ্যম। মিডিয়া পার্ট নামে ওই সংবাদ মাধ্যমের দাবি, ‘আন্তঃসরকার এ চুক্তি রূপায়নে ঘুষ আদানপ্রদান হয়েছে। ভুয়ো ইনভয়েসের অন্তরালে অন্তত ৭৫ লাখ ইউরো উপঢৌকন হিসেবে একজন মিডিলম্যানকে দিয়েছিল দ্যাসল্ট অ্যাভিয়েশন। তার দায়িত্ব ছিল ভারতের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করা।‘ ঘটনাচক্রে দ্যাসল্ট অ্যাভিয়েশন ফরাসি যুদ্ধবিমান রাফালের উৎপাদক সংস্থা।
ভারত এবং ফরাসি সরকারের মধ্যে এ যুদ্ধবিমান আমদানিতে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। বিনিময়ে ধাপে ধাপে ৩৬টি রাফাল পাবে ভারতীয় বিমান বাহিনী। এ চুক্তিতে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগে ফ্রান্সে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
যদিও এখনও পর্যন্ত দ্যাসল্ট অ্যাভিয়েসন এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে ফরাসি সেই সংবাদমাধ্যম দাবি করেছে, ‘দুর্নীতি অভিযোগের তথ্য-প্রমাণ থাকলেও ভারতীয় কোনো তদন্ত সংস্থা হস্তক্ষেপ করেনি’।
এদিকে, গত জুলাই মাসে রাফাল যুদ্ধবিমান দুর্নীতিকাণ্ডের অভিযোগ নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। এ ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে সে দেশের ম্যাখোঁ সরকার। ইতোমধ্যেই এক বিচারককে নিযুক্ত করা হয়েছে এ অভিযোগের তদন্তে। ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগের তরফে এমনটাই জানানো হয়েছে।
ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমানের জন্য ভারতের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তিতে ‘দুর্নীতি ও পক্ষপাতিত্বের’ অভিযোগ উঠেছে বারবার। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন সূত্রে খবর, রাফাল নির্মাতা সংস্থা দ্যাসল্ট অ্যাভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে ১০ লাখ ইউরো পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানানো হয়। ২০১৮ সালে রাফালকাণ্ড নিয়ে তদন্তের দাবি উঠেছিল ফরাসী দরবারে। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে সে সময় তদন্ত খারিজ হয়েছিল।
এ বিষয়ে কংগ্রেস বহুবার যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মাধ্যমে তদন্তের দাবি তুলেছে। তারা বলেছে, ‘রাফাল চুক্তিতে যে দুর্নীতি রয়েছে তা এখন আরো স্পষ্ট। এ রাফালকাণ্ড নিয়ে কংগ্রেসের ও রাহুল গান্ধীর অবস্থান যে ঠিক ছিল তা প্রমাণিত’। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • গিয়াস উদ্দিন ৯ নভেম্বর, ২০২১, ২:২০ এএম says : 0
    রাফালকাণ্ড নিয়ে কংগ্রেসের ও রাহুল গান্ধীর অবস্থান যে ঠিক ছিল তা প্রমাণিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ