Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ সহ আটক এক দুবাই প্রবাসী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ২:১৪ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ সহ এক দুবাই প্রবাসীকে আটক করেছে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ। আজ সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আগত পরেন্দ দাস (৩৬) এর দেহ এবং ব্যাগেজ তল্লাশি করে ব্যাগেজ কার্টনে এই স্বর্ণালঙ্কার পাওয়া যায় তাঁর। এসময় আটক করা হয় পরেন্দ দাসকে। আটককৃত পরেন্দ্র দাসের গ্রামের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার আটঘরে। দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী তিনি। বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমান এর ফ্লাইট নং- বিজি ২৪৮ ফ্লাইট যোগে আজ সকাল ৮টায় সিলেট বিমানবন্দরে নামেন পরেন্দ্র। গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাঁর কাছে কোন স্বর্ণ আছে কিনা- জিজ্ঞেস করা হলে প্রথমে অস্বীকার করেন তিনি। পরবর্তীতে তাঁর দেহ এবং ব্যাগেজ তল্লাশি করে ব্যাগেজ কার্টনে ২টি জুসার মেশিনে লুকানো অবস্থায় ৩৮ পিস স্বর্ণের বার এবং ১ পিস স্বর্ণের চাকতি করা হয় উদ্ধার। আটক স্বর্ণের মোট পরিমান ৬.১৪৮ কেজি; এর বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রস্তুতি চলছে মামলা দায়েরের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ