Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাগ গুছিয়ে রেখেছেন জাদেজারা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

ভারতের বিশ্বকাপ স্বপ্ন এখন আফগানিস্তানের হাতে। কেবল আফগানদের একটি জয়ই পারে বিরাট কোহলিদের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে। আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে আবুধাবিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে আর কোনো হিসাব থাকবে না, পাকিস্তানের সঙ্গে শেষ চারে যোগ দেবে কিউইরা। কিন্তু আফগানরা জিতলে আশা বেঁচে থাকবে ভারতের।
তাই ভারত এখন আফগানিস্তানের সমর্থক। এরপরও যদি নিউজিল্যান্ডকে না হারাতে পারে আফগানিস্তান, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবেন বলে জানিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
হিসাবটা এমনই। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার জয়ে সবার আগে সেমিফাইনালের টিকেট কেটেছে পাকিস্তান। সুপার লিগে দুই নম্বর গ্রুপে চার ম্যাচের তিনটিতে জেতা নিউজিল্যান্ড আছে দুই নম্বরে। চার ম্যাচে দুটি করে জয় পেলেও রান রেটের পার্থক্যে যথাক্রমে তিন ও চার নম্বরে আছে ভারত এবং আফগানিস্তান।
শেষ ম্যাচে জয় পেলে চারটি জয় নিয়ে সেমি নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। আফগানিস্তানের সঙ্গে বাদ পড়ে যাবে ভারতও। কিন্তু আফগানিস্তান জিতলে আশা বেঁচে থাকবে বিরাট কোহলির দলের। দুটি বড় জয়ে রান বাড়িয়ে নেওয়া ভারত নামিবিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিতে উঠবে। এরজন্য আফগানিস্তানের চেয়ে বড় ব্যবধানে জিততে হবে তাদের। তেমন হলে বাদ পড়বে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর সংবাদ সম্মেলনে জাজেদাকে প্রশ্ন করা হয়, আফগানিস্তান না জিততে পারলে কী পরিণাম, সেটা জানেন? উত্তরে সহজ সমীকরণের কথা জানান বাঁহাতি এই অলাউন্ডার। তিনি বলেন, ‘কী আর হবে, তখন জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যাব।’
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে বিশাল হারে বিশ্বকাপ মিশন শুরু হয় ভারতের। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হেরে যায় ভারত। পরের দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নিয়েছে তারা। আগামীকাল দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-নামিবিয়া। তবে তার আগে আজকের নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচেই সব দৃষ্টি থাকবে কোহলি-রোহিতদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ