Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে দক্ষিণী অভিনেতার উপর হামলা, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১০:৪৭ এএম

অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। শুটিংয়ের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন অভিনেতা। হঠাৎই বিমানবন্দরে তার ওপর হামলা চালালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। দেহরক্ষীদের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এই হামলায় বাকরুদ্ধ অভিনেতা। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমত শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনাটি ঘটে বিমানবন্দরের ভেতরে, যেখানে ভেতর থেকে হেঁটে যাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই এক ব্যক্তি এসে সজোরে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তৎক্ষণাৎ বিমানবন্দরের পুলিশকর্মীরা ছুটে আসেন। আটক করেন ওই ব্যক্তিকে। অন্যত্র সরিয়ে নেওয়া হয় বিজয়কে। তবে গুরুতর চোট পাননি বিজয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব‍্যক্তি।

জানা গেছে, ওই ব্যক্তি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। হামলার পর খানিকক্ষণ বাকবিতণ্ডা হয়। তবে ওই হামলাকারীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি বিজয়। ঘটনাটির কিছুক্ষণ পর তিনি নিজেই সেখান থেকে বেরিয়ে আসেন। তবে সঙ্গে দেহরক্ষী থাকার পরও কীভাবে ঘটল এই ঘটনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

কিন্তু ওই ব‍্যক্তি তাদের পিছু ছাড়েননি। এরপরেই আচমকা ওই হামলার ঘটনা। ব‍্যক্তির উদ্দেশ্য ছিল বিজয়কে লাথি মারার। কিন্তু আঘাত অভিনেতার গায়ে না লেগে তার এক দেহরক্ষীর গায়ে লাগে। এক পুলিস অফিসার ওই ব্যক্তিকে বাধা দেন। সেই ফাঁকে অভিনেতাকে বের করে নিয়ে যাওয়া হয়। তবে বিজয় সাংবাদিকদের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পুলিসের কাছে অভিযোগও জানানো হয়নি অজ্ঞাতপরিচয় হামলাকারীর বিরুদ্ধে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ