Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেব্রুয়ারিতে করোনায় বহু মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব : ডব্লিউএইচও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৯:০১ পিএম | আপডেট : ৯:০২ পিএম, ৪ নভেম্বর, ২০২১

আগামী ফেব্রুয়ারির মধ্যে করোনাভাইরাসে নতুন করে ৫ লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব। ইউরোপীয় অঞ্চলের ৫৩ দেশে এখনও কোভিডের সংক্রমণ অব্যাহত রয়েছে বলে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে। ফলে প্রাণহানির সংখ্যাও বাড়বে।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে করোনার ক্রমবর্ধমান পরিস্থিতিকে ‘গুরুতর’ ও ‘উদ্বেগজনক’ অ্যাখা তিনি। বিশেষ করে ইউরোপে প্রাণঘাতী কোভিডের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও’র এই পরিচালক। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে।


ডব্লিউএইচও তাদের এই তালিকায় ইউরোপের ৫৩টি দেশের পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশকেও রেখেছে।
যদিও মহামারির অবসানে বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রম জোরেশোরেই চলছে। তবে দরিদ্র দেশগুলো এক্ষেত্রে কিছুটা পিছিয়ে। কোভিড টিকার সুষমে বন্টনে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় এ পর্যন্ত বিশ্বে ৫০ লাখের বেশি মানুষ মারা গেছেন।



 

Show all comments
  • jack ali ৪ নভেম্বর, ২০২১, ৯:৩০ পিএম says : 0
    ও আল্লাহ যারা জুলুমবাজ স্বৈরাচারী তাদেরকে তুমি তোমার অস্ত্র করোনাভাইরাস দিয়ে এ দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে আমরা এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারব
    Total Reply(0) Reply
  • MoHammad Abdur Rahman ৫ নভেম্বর, ২০২১, ১২:১২ এএম says : 0
    Cricket is enjoying game
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডব্লিউএইচও

১৯ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ