Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাচের পর হদয়ও জিতলেন আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

চলতি টি-২০ বিশ্বকাপে এক অন্য পাকিস্তানকে দেখছে বাইশ গজ। মাঠের ও মাঠের বাইরে বাবর আজমদের আচরণ চমকে দিচ্ছে। দুরন্ত ক্রিকেটের নিদর্শন রেখে টানা চার ম্যাচ জিতছে পাকিস্তান। নামিবিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাবর অ্যান্ড কোং। ম্যাচের পর পাকিস্তান দল এমন এক ‘স্পিরিট অব ক্রিকেট’ -এর নিদর্শন রাখল, তা দীর্ঘদিন মনে থেকে যাবে ক্রিকেট ফ্যানেদের।

গতপরশু ৪৫ রানের দুর্দান্ত জয়ের পর প্রতিপক্ষ হলেও নামিবিয়াকে অভিনন্দন জানাতে তাদের ড্রেসিংরুমে চলে যায় গোটা পাকিস্তান দল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ হাফিজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিমরা পিসিবির এক কর্মকর্তাসহ নামিবিয়ার ড্রেসিংরুমে যান। নামিবিয়ার খেলোয়াড়দের সঙ্গে কোলাকুলি করেন এবং খোশগল্পে মেতে ওঠেন। নামিবিয়ার ড্রেসিংরুমে তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ওঠা নামিবিয়া দলকে উদ্দেশ্য করে এরপর পিসিবির ওই কর্তা বলেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য তোমাদের অভিনন্দন। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলছো।’
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলা ডেভিড ভিসে এবার নামিবিয়ার জার্সি গায়ে খেলছেন দুর্দান্ত। এদিন পাকিস্তানের বিপক্ষেও শেষদিকে ভয় ধরানো ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ৩১ বলে ৪৩ রান করে। ভিসেকে অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করেন পিসিবির ওই কর্মকর্তা। যা সাড়া ফেলে দিয়েছে কোটি ক্রিকেটভক্তের মাঝে।



 

Show all comments
  • Md.Saiful Islam ৪ নভেম্বর, ২০২১, ৭:৫১ এএম says : 0
    এই জন্যই পাকিস্তানকে ভাল লাগে
    Total Reply(0) Reply
  • Md Mijanur Rahman ৪ নভেম্বর, ২০২১, ৮:২৭ এএম says : 0
    THATS PAKISTAN CULTURE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ