Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবি’র সড়কে নেই পর্যাপ্ত আলো

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আয়তনে বাংলাদেশের ফ দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি)। ১২৬০ একর জুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের প্রধান মাধ্যমই হলো তার অভ্যন্তরীন সড়কগুলো। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মানুষজন এবং আশেপাশের এলাকার বাসিন্দদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এসকল সড়কের ওপরেই নির্ভও করতে হয়। দিনের বেলায় চলাচলের কোনো সমস্যা না হলেও রাতের অন্ধকারে এসকল সড়কে চলাচল করা খুবই বিপদজনক। সড়কের দুইপাশের ল্যাম্পপোস্টগুলো কেবল নামমাত্রই বলা চলে। সেগুলোর টিমটিমে আলোতে সামান্য দূরত্বের পথ দেখাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেআর মার্কেট, ছাত্রী হলগুলো, শহীদ মিনার সংলগ্ন মোড়, হেলথ কেয়ার এগুলোর সামনে দিয়ে যে প্রধান সড়কটি শেষমোড় চলে গেছে তার দুই পাশের ল্যাম্পপোস্টগুলোর আলোর মান খুবই নিম্ন। পরিষ্কারভাবে কিছুই দেখা যায় না। এই সড়কগুলোর পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেনগুলো অবস্থিত এবং ড্রেনগুলো উন্মুক্ত হওয়ার কারণে সড়কটি আরো বিপদজনক হয়ে উঠেছে। স্বল্পআলোতে যোকোনো সময়েই ঘটতে পারে বড় আকারের দুর্ঘটনা। এমতাবস্থায় রাস্তার পাশে পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করে পথচারীদের চলাচল নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত করতে বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ইসরাত জাহান জীম
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন