Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানদের হাতে ভারতের ভাগ্য!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

টানা তিন দাপুটে জয়ে (গতরাতে ম্যাচ বাদে) সুপার টুয়েলভয়ের গ্রুপ টু’র শীর্ষে পাকিস্তান। তিন ম্যাচে ১০০ শতাংশ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপের মগডালে আছেন বাবর আজমরা। নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধেও তাদের জেতার কথা। ফলে গ্রুপ ২ থেকে প্রথম হয়ে সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত পাকিস্তানের। দ্বিতীয় দল নিয়েই আপাতত ওই গ্রুপ ২-তে যত লড়াই চলছে। আপাতত দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। তিন ম্যাচে রশিদদের পয়েন্ট চার। নেট রানরেট +৩.০৯৭। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে কিউইদের পয়েন্ট দুই। নেট রানরেট +০.৭৬৫। দু’ম্যাচে দু’পয়েন্ট নিয়ে চতুর্থ আছে নামিবিয়া। নেট রানরেট -১.২৮৭। শেষ দুটি স্থানে আছে যথাক্রমে ভারত (-১.৬০৯) এবং স্কটল্যান্ড। এমন পরিস্থিতিতে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের ওপর গ্রুপের ভাগ্য অনেকাংশ নির্ভর করবে। ওই ম্যাচ আগামী ৭ নভেম্বর হতে চলেছে। সেখানে কী কী সম্ভাবনা আছে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা কার্যত ‘শেষ’ ভারতের। কিছুটা ভরসা জোগাচ্ছে আফগানিস্তান। রশিদ খানরা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে কিছুটা সুযোগ বাড়বে ভারতের সামনে। তবে আফগানিস্তান হেরে গেলেও খাতায়-কলমে বিরাটদের শেষ চারে উঠতে পারে। তবে সেটা একেবারেই খাতায়-কলমেই। তার আগে নিজেদের কাজটি করতে হবে ভারতকেই।
প্রথমত, নিউজিল্যান্ডের আগে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে। ওই ম্যাচে যদি আফগানিস্তান হেরে যায়, তাহলে চার ম্যাচে চার পয়েন্ট থাকবে। ওই ম্যাচে হারের ব্যবধান যত কম থাকবে, তত লাভ আফগানিস্তানের। এমন পরিস্থিতিতে কিউয়িদের বিরুদ্ধে যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে রশিদদের পাঁচ ম্যাচে পয়েন্ট হবে ছয়। নিউজিল্যান্ডেরও পয়েন্ট ছয় হবে (স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জিতবে ধরে নিয়ে)। আর ভারতের পয়েন্ট ছয় (আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জিতবে ধরে) পয়েন্টও হবে ছয়। সেক্ষেত্রে নিট রানরেটের বিচারে তিন দলের লড়াই হবে। ফলে আগামী তিন ম্যাচে যদি বিরাট বাহিনী বড় ব্যবধানে জেতে এবং নিট রানরেট অনেকটা ভালো করতে পারে, তবেই লাভ হবে। নাহলে আপাতত যা নেট রানরেট, তাতে বিশাল এগিয়ে আছে আফগানিস্তান।
দ্বিতীয়ত, যদি আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে ভারতের যাওয়ার কোনো সম্ভাবনা নেই (স্কটল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে কিউয়িরা জিতবেন ধরে নিয়ে)। সেক্ষেত্রে কিউয়িদের পয়েন্ট দাঁড়াবে আট। ভারত সব ম্যাচ জিতলেও ছয় পয়েন্টের বেশি যেতে পারবে না। নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে আগামী ৮ নভেম্বর ভারত বনাম নামিবিয়া ম্যাচ স্রেফ নিয়মরক্ষার হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যদি কিউয়িরা জিতে যান, তাহলে ভারতকে প্রার্থনা করতে হবে যাতে কেন উইলিয়ামসনরা স্কটল্যান্ড বা নামিবিয়ার বিরুদ্ধে হেরে যান। তাহলেই কিছুটা সুযোগ থাকবে ভারতের সামনে।
যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, এখন যা পরিস্থিতি, তাতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে রশিদদের হয়েই গলা ফাটাতে হবে বিরাটদের। কিউয়িদের হয়ে গলা ফাটাতে চাইলে এই বিশ্বকাপকে অঘটনের তকমা পেতে হবে। সেইসাথে নিজেদেরও সব ম্যাচ জিততেই হবে বড় ব্যবধানে। ভারতের এখন যা ফর্ম, তাতে বড় ব্যবধান তো দূরের কথা, সব ম্যাচে বিরাটরা জিততে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কায় আছেন অনেকেই। ভয়ডরহীন ক্রিকেট কোথায়, এ তো কম্পমান ভারত! মরুশহরে মহাপতনের মুখে!
কোহালির দলের এমন ইন্দ্রপতনের ময়নাতদন্তে বসে প্রথমেই মনে হচ্ছে, সাত বছর ধরে চলার পরে সংসার খানখান হওয়ার মুখে। চারদিকে বিভ্রান্তি, ধোঁয়াশা আর সম্পর্ক হানাহানির কাহিনি। ওপেনিং থেকে সরে যাওয়া রোহিত শর্মার স্বভাববিরুদ্ধ ভাবে প্রথম বলেই মারতে যাওয়া। অশ্বিনকে নিয়ে চলতে থাকা বিবাদ। দল নির্বাচন নিয়ে বিতর্কের ঝড়। সুরতাল কেটে যাওয়া একটা দল। বোর্ডের উচ্চমহলে অধিনায়ককে নিয়ে উষ্মা আরও বাড়িয়েই তুলবে। আর তার প্রভাব কোহালির পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেতৃত্ব-ভবিষ্যতের উপরে পড়লেও অবাক হওয়ার নেই।



 

Show all comments
  • Mofizul Islam Chy ৩ নভেম্বর, ২০২১, ২:২৮ এএম says : 0
    ভারতের ভাগ্য এত দুর্বল কেন
    Total Reply(0) Reply
  • Mahmud Sheikh ৩ নভেম্বর, ২০২১, ২:২৯ এএম says : 0
    পরান যায় যায়
    Total Reply(0) Reply
  • Md. Imran Munsi ৩ নভেম্বর, ২০২১, ২:৩৩ এএম says : 0
    ভাই, নিজেদের দেশের ক্রিকেটের বেহাল দশা তুলে ধরেন। ওদের তো সুই ছেদা, আর আমাদের তো চালনের দশা
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ৩ নভেম্বর, ২০২১, ৫:২৪ এএম says : 0
    আফগানদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • তুষার ৩ নভেম্বর, ২০২১, ৫:২৫ এএম says : 0
    এখন যা পরিস্থিতি, তাতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে রশিদদের হয়েই গলা ফাটাতে হবে বিরাটদের।
    Total Reply(0) Reply
  • সবুজ ৩ নভেম্বর, ২০২১, ৫:২৫ এএম says : 0
    ভারত বাদ পরলেই অনেক খুশি হবো
    Total Reply(0) Reply
  • Abdullah Mammun ৩ নভেম্বর, ২০২১, ৫:২৮ এএম says : 0
    Because Modi
    Total Reply(0) Reply
  • মোঃরায়হান উদ্দিন ৩ নভেম্বর, ২০২১, ৯:০৪ এএম says : 0
    হু.....পরিস্থিতি উপভুগ করছি
    Total Reply(0) Reply
  • Mohammad Manzurul Hoque ৩ নভেম্বর, ২০২১, ১০:০২ এএম says : 0
    পরান যায় জলিয়ারে, পরান যায় জলিয়া !!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ