Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো দুটি দিনের অপেক্ষায় শোয়েব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

ভিত গড়া হয়ে গেছে। এখন স্রেফ শিরোপার সৌধ গড়ার পালা! সেই লক্ষ্য পূরণে আর দুটি দিনের অপেক্ষায় শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বলছেন, স্রেফ দুটি দিন সামলে নিতে পারলেই বিশ্বকাপ জিতবে তার দেশ।
সুপার টুয়েলভে এখনও দুটি ম্যাচ বাকি আছে পাকিস্তানের। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল- নামিবিয়া ও স্কটল্যান্ড। তবে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারানোর পর এই দুই প্রতিপক্ষ নিয়ে দুর্ভাবনার কিছু দেখছেন না শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, ট্রফি আর পাকিস্তানের মধ্যে ব্যবধান গড়তে পারে কেবল ইংল্যান্ড, ‘পাকিস্তান... প্লিজ, প্লিজ, বিশ্বকাপ জিততে স্রেফ দুটি গুরুত্বপূর্ণ দিন প্রয়োজন, সেমি-ফাইনাল ও ফাইনাল। নামিবিয়াকে আমরা আশা করি হারাব, এরপর স্কটল্যান্ডকেও। শীর্ষে চলে যাব আমরা (গ্রুপের)। এরপর দুটি দিন স্রেফ খারাপ না খেললেই হয়... এখানে আমার একটু ভয়।’ নামিবিয়া, স্কটল্যান্ড ম্যাচ বাদ দিয়ে শোয়েব তাকিয়ে পরের দুই ম্যাচে। আনুষ্ঠানিকভাবে সেমি-ফাইনাল এখনও নিশ্চিত না হলেও তিনি এটিকে মনে করছেন কেবল সময়ের ব্যাপার। সাবেক গতি তারকার ভাবনায় তাই শেষ দুই ধাপ, ‘সেমি-ফাইনাল ও ফাইনালে যেন আল্লাহ আমাদের সহায় হোন এবং আমরা বিশ্বকাপ জিতে নেই। কারণ, এই বিশ্বকাপ হয়েছে কেন জানেন? পাকিস্তানের জন্য। স্রেফ ইংল্যান্ড যেন বাধা না হতে পারে, এই খেয়াল রাখতে হবে।’
পাকিস্তান ও ইংল্যান্ড এখনও পর্যন্ত এই বিশ্বকাপের অপরাজিত দুই দল। টানা চার জয়ে সেমি-ফাইনাল একরকম নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। পাকিস্তান টানা চতুর্থ জয়ের আশায় মঙ্গলবার মাঠে নামবে নামিবিয়ার বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ