বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে ইউপি নির্বাচনের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৮জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সোমভাগ ইউনিয়নে ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের কর্মী অন্তর (১৯), নহিদ (২২), মোবেত আলী (৫৫), রাহিম (২০), শুভ (২৩), মো. বাবুল হোসেন (২২), জুয়েল (২৪) ও আব্দুর রউফ(৫০)সহ ৮জন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রচারণা শেষ করে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকা দিয়ে আসছিলেন সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হেসেনের কর্মী-সমর্থকরা। এ সময় তাদেরকে পেছন থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে প্রায় ৮জন আহত হন। এদের মধ্যে তিনজন গুরুত্বর আহত হয়েছেন।
আহত মোবেত আলী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা করে আসছিলাম। হঠাৎ পেছন থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয়। আমাদের অনেকেই আহত হয়েছে। আমরা পরে দৌড়ে বেঁচে আসছি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, প্রচারণা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়েছে কি না জানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।