Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাটলারের সেঞ্চুরি, ‘সেমিতে’ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

কাগজে কলমে একটু হিসাব এখনও বাকী আছে। টানা তিন দূরন্ত জয় পাওয়া ইংলিশরা অবশ্য কাগুজে হিসেবের অপেক্ষা করছে না। গতকাল জশ বাটলারের দাপুটে সেঞ্চুরিতে লঙ্কানদের উঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা প্রায় দিয়েই ফেলেছে তারা। ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৬ রানে।
গতকাল ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন পাথুম নিসাঙ্কা। এরপর আসালাঙ্কা ব্যাট হাতে ছোট্ট ঝড় তুললেও আদিল রশিদের কাছে পরাজিত হয়ে ফিরেন তিনিও। ১০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৬৬ রান! শেষ ১০ ওভারে দরকার ৯৮ রান। এই সমীকরণ সামনে রেখে এগারোতম ওভারে চার-ছয় মারলেও ক্রিস ওকসের শিকার হন ভানুকা রাজাপাকশে। ধীরে ধীরে লঙ্কানদের জয়ের আশাও ক্ষীন হয়ে যায়। শেষ পর্যন্ত ২৬ রানের জয়ে ইংলিশরা পৌঁছে যায় সেমিতে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারায় ইংলিশরা। গতকাল প্রায় একাই লঙ্কানদের হারিয়ে দেন তিনি। অধিনায়ক ইয়ন মরগ্যানকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন তিনি। চার-ছক্কার ফুলঝুরিতে শারজাহতে হটাৎ ব্যাট হাতে তুলে ঝড়। লঙ্কান পেসারদের উপর তান্ডব চালিয়ে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে দরকার ছিলো ৫ রান! চামিরার ফুলটসকে সীমানা ছাড়া করে বাটলার তুলে নেন টুর্নামেন্টে এবারের আসরের প্রথম সেঞ্চুরি। লঙ্কানদের পক্ষে ওয়ানিন্দু হাসারঙ্গা নেন সর্বোচ্চ ৩ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ