Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে হুতিদের মিসাইলে হতাহত ২৯

ইয়েমেনে জোটের বিমান হামলায় নিহত ২১৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে একটি মসজিদ ও মাদরাসায় হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক মিসাইল হামলায় ২৯ জন হতাহত হয়েছেন। হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক এবং তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। রোববার রাতে দেশটির মারিব প্রদেশে হামলার এই ঘটনা ঘটে। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় হামলার এই ঘটনা প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে মারিব প্রদেশের গভর্নরের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে চালানো ওই হামলায় দু’টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। তবে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য হামলায় নিহত ও আহতের সংখ্যা ঠিক কত, সেটি পৃথকভাবে প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। জাতিসংঘ বলছে, উভয়পক্ষের লড়াইয়ের কারণে গত সেপ্টেম্বর মাসে কেবল মারিব প্রদেশের প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মারিব প্রদেশটি মূলত ইয়েমেনের উত্তরাঞ্চলে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের শেষ শক্ত ঘাঁটি। সেখানে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের সাহায্যের জন্য মানবিক সহায়তা করিডোর চালুর আহ্বানও জানিয়েছে জাতিসংঘ।অপরদিকে, ইয়েমেনের মারিবে জোটের বিমান হামলায় ২১৮ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন। রোববার সউদী জোট এ তথ্য জানায়। খবর আরব নিউজের। জোটের পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় ২৪টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় দুই জেলায় ২১৮ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন। সম্প্রতি ইয়েমেনের মারিব প্রদেশের রাজধানী মারিব শহরে সংঘাত বেড়ে গেছে। জোটের দেওয়া তথ্যানুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে নিহত হয়েছেন দুই হাজারের বেশি হুতি যোদ্ধা। সর্বশেষ হামলা চালানো হয়েছে আল-জাওবা ও আল-কাসসারে। ২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। এ মারিব দখলে ফেব্রুয়ারি থেকে জোরেশোরে অভিযান শুরু করে হুতিরা। মাঝে হামলা কিছুটা কমলেও আবারও হামলা জোরদার করেছে তারা। রয়টার্স, আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ